Saturday, November 26
Shadow

এক সিনেমায় প্রভাসের তিন নায়িকা

news
‘বাহুবলী’র অসামান্য সাফল্যের পর প্যান ইন্ডিয়ান (গোটা ভারত) তারকায় পরিণত হয়েছেন তেলেগু সুপারস্টার প্রভাস। এরপর থেকে তার প্রতিটি সিনেমাই নির্মিত হয়েছে বিশাল বাজেটে। যদিও ‘সাহো’, ‘রাধে শ্যাম’র মতো সিনেমাগুলো সেভাবে সাফল্য পায়নি। তবে তাতে প্রভাসের স্টারডমে ভাটা পড়েনি এতটুকু। বর্তমানে প্রভাস শুটিং করছেন নির্মাতা মারুথির পরিচালনায় ‘রাজা ডিলাক্স’ ছবিতে। জানা গেছে, এই সিনেমায় একজন নয়, তিনজন নায়িকা থাকছেন প্রভাসের সঙ্গে। তারা হলেন- মালাভিকা মোহনান, নিধি আগারওয়াল ও ঋদ্ধি কুমার। সুপারহিট তামিল সিনেমা ‘মাস্টার’ খ্যাত মালাভিকা অনেক আগেই ‘রাজা ডিলাক্স’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। কিছুদিন আগে ছবিটিতে যুক্ত হন ‘মিস্টার মজনু’ খ্যাত নিধি আগারওয়াল। অতিসম্প্রতি ছবিটিতে চুক্তিবদ্ধ হলেন ঋধি কুমার, যিনি এর আগে প্রভাসের ‘রাধে শ্যাম’ সিনেমায়ও কাজ করেছেন। জানা গেছে, ‘রাজা ডিলাক্স’ ছবিটি হরর-কমে...