প্রকাশিতঃ মঙ্গলবার, অক্টোবর ৮, ২০১৯ পঠিতঃ 84483
শহিদুজ্জামান মিলনঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে, তার যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি সুখী সমৃদ্ধ ও ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
মাননীয় প্রধানমন্ত্রী ক্রমেই সেদিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু দলের মধ্যে লুকিয়ে থাকা কতিপয় অপশক্তি তার অগ্রযাত্রাকে বারবার ধুলিসাৎ করার চেষ্টা করছেন।তারা শুধুমাত্র দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে তা নয়, তারা দল আওয়ামীলীগকেও ক্ষতিগ্রস্থ করছেন।সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু আলোচিত ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় প্রতিটি ঘটনার সঙ্গে আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ জড়িত।
বিশ্বজিৎ থেকে শুরু করে, নুসরাত, রিফাত সর্বশেষ আবরার ফাহাদ যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যা কান্ডের সাথের ছাত্রলীগ জড়িত। সাম্প্রতিক সময়ে আলোচিত আর একটি বিষয় ক্যাসিনো। ক্যাসিনো নামক জুয়ার আয়োজক যারা, দেখা যাচ্ছে তারা অধিকাংশ যুবলীগের ধুরন্ধর নেতা।
এরা আওয়ামীলীগের ভাবমূর্তিকে বাড়াচ্ছে না বরং তলানীতে নিচ্ছে। আসলে ঘটনার মুলে যাওয়া জরুরী। ব্যাপারটা হলো আমাদের রাজনৈতিক সাংস্কৃতির।বাংলাদেশের রাজনীতিতে সততার যথেষ্ট অভাব আছে।দায়িত্বশীল দলীয় নেতারা অর্থের বিনিময়ে বৃহত্তর স্বার্থকে বিলীন করে অযোগ্য ব্যক্তিকে নেতা বানান।ফলে একদিকে যেমন দল ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে দেশ।
তাছাড়া অযোগ্য এসব নেতারা নিজেদেরকে টিকিয়ে রাখতে সামাজিক কর্মকান্ডকে উপেক্ষা করে পেশীশক্তি দেখাতে সন্ত্রাসী পালন করেন। তাছাড়া অর্থের মাধ্যমে নেতা হওয়ায় তাদের লক্ষ্য থাকে কিভাবে স্বল্প সময়ে অর্থ কামানো যায়।তাদের সাধারণ জনগনের সাথে কোন সম্পর্কই থাকে না।
তাই নেতা নির্বাচনে অর্থশক্তি, পেশিশক্তকে প্রাধান্য না দিয়ে যারা যোগ্য, যাদের মধ্যে দেশপ্রেম আছে,যারা বঙ্গবন্ধুকে লালন করে তাদেরকে প্রাধান্য দেয়া উচিত।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা একাই স্রোতের বিপরীতে লড়ে যাচ্ছেনা।তিনি প্রতিনিয়ত নিজ দল,অন্য দল, দেশে, বিদেশে ঘাপটি মেরে থাকা এসব আততায়ীদের মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্যালুট বঙ্গকন্যা।
এনামুল হক / কামরুজ্জামান রাজু