প্রকাশিতঃ বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯ পঠিতঃ 71253
জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি কাজে বাঁধা ও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে উক্ত্যক্ত করার অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, দীর্ঘদিন ধরেই উপজেলার ভিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন সুলতানাকে রাস্তাঘাটে উত্যক্ত করে আসছিলেন গোপিনাথপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রোম্মান হোসেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি ওই স্কুলে প্রবেশ করে শিক্ষিকা জেসমিন সুলতানাকে ক্লাস নিতে বাঁধা দেন ও তাকে নানাভাবে উক্ত্যক্ত করতে থাকেন। এসময় অন্য শিক্ষকরা তাকে স্কুল থেকে বের হতে বললে তিনি শিক্ষকদের উপর চড়াও হয় এবং তাদেরকে নানা রকম ভয়-ভীতি দেখান।
বিষয়টি আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি পুলিশ পাঠান। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকিউল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
রোম্মান হোসেন ভিকনী গ্রামের রফিকুল ইসলামের পুত্র ও গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে আক্কেলপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কিরন কুমার রায় জানান, শিক্ষিকাকে উক্ত্যক্ত করার অপরাধে গোপিনাথপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রোম্মান হোসেনকে আটক করা হয়েছে। পরে তাকে ১ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাংলাদেশের জার্নাল
ইসরাফিল হোসেন / ইসরাফিল হোসেন