প্রকাশিতঃ শুক্রবার, নভেম্বর ২৯, ২০১৯ পঠিতঃ 25137
জামাল হোসেন সৌদি আরব থেকে: সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালনরত অবস্থায় মোঃ আব্দুল খালেক(৮৬) নামে এক বাংলাদেশী হাজ্বী মৃত্যুবরন করছে, ইন্না-লিল্লাহি ও ইন্না-ইলাইহি রাজিউন।
শনিবার(২৩শে নভেম্বর) সৌদি আরব সময় ভোর ৫:৩০ মিনিটে মক্কায় ইন্তেকাল করেন তিনি। তার বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার নাটোপাড়া গ্রামে।
উল্লেখ্য গত ১৫ই নভেম্বর আব্দুল খালেক সহ মোট ১৫ জন ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কায় পৌঁছান।
গতকাল বৃহস্পতিবার পবিত্র মক্কায় মসজিদুল হারামে জানাজার নামাজ শেষে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয় আব্দুল খালেক কে।
জামাল হোসেন / ইসরাফিল হোসেন