প্রকাশিতঃ রবিবার, ডিসেম্বর ১, ২০১৯ পঠিতঃ 50463
অলিয়ার রহমান, কেশবপুর (যশোর) থেকেঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর (রবিবার) সকালে নিসচা কেশবপুর উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে আহ্বায়ক হারুনার রশীদ বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাগর পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার তদন্ত কর্মকর্তা রিপন বালা।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপদেষ্টা রমেশ চন্দ্র দত্ত, কপোতাক্ষ নিউজের বার্তা সম্পাদক ও কপোতাক্ষ ব্লাড ব্যংকের সভাপতি কামরুজ্জামান রাজু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, আব্দুল করিম ও উপজেলা ফটোজার্নালিস্টের সভাপতি জাকির হোসেন সবুজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিসচা কেশবপুর উপজেলা শাখার সদস্য আব্দুল আজিজ, আল হেলাল, ওবায়দুর রহমান।
নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক হারুনার রশীদ বুলবুল বলেন, সড়কের আইন বাস্তবায়নে ও প্রচারের জন্য প্রশাসনসহ সর্বসাধরণের সহযোগীতা কামনা করেন। পাশাপাশি কেশবপুর উপজেলার প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, রোড ক্যাম্পেইনের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে নিসচা কেশবপুর উপজেলা শাখার সদস্যরা কাজ করবেন।
কামরুজ্জামান রাজু / কামরুজ্জামান রাজু