প্রকাশিতঃ সোমবার, ডিসেম্বর ২, ২০১৯ পঠিতঃ 172746
কামরুজ্জামান রাজু, কপোতাক্ষ ডেস্কঃ কেশবপুর থানার ওসি মোহাম্মদ আবু সাঈদ এর হস্তক্ষেপে সন্ন্যাসগাছা-শাহপুর ও সন্ন্যাসগাছা সেতু থেকে নওয়াপাড়া সড়কে বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে প্রায় ৩ বছর ধরে চলতে থাকা সিরিয়ালের নামে টাকা নেওয়া বন্ধ হয়েছে।
জানা যায়, খুলনা-সাতক্ষীরা সড়কের শাহ্পুর থেকে সন্ন্যাসগাছা পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার। এর মধ্যে ৫ কিলোমিটার খুলনার ডুমুরিয়া উপজেলার মধ্যে। বাকি ৮ কিলোমিটার যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা সেতু পর্যন্ত।
চালকরা জানান, এ সড়কে প্রতিদিন ৩০টি মাহেন্দ্র, ৩০টি ইজিবাইক ও ১০টি লেগুনা চলাচল করে। এসব যানবাহন শাহপুর থেকে চুকনগর বাজার হয়ে সন্ন্যাসগাছা সেতুর সামনে গিয়ে আবার ঘুরে আসে। সেতুসংলগ্ন সড়কের পাশে চালকরা একটি অস্থায়ী গাড়িস্ট্যান্ড তৈরি করেছেন। ওই সড়কে গাড়ি চালাতে হলে প্রতিদিন প্রতিটি মাহেন্দ্রর জন্য ৪০ টাকা, ইজিবাইক প্রতি ৩০ টাকা ও প্রতিটি লেগুনার জন্য ৬০ টাকা দিতে হতো।
তারা আরও জানান, স্ট্যান্ডে দাঁড়ালে বা সেখান থেকে যাত্রী ওঠালেই তাদের সিরিয়ালের নামে টাকা দিতে হতো। কেন এই টাকা নেওয়া হচ্ছে- তা চালকরা জানতে চাইলে তাদের বিভিন্নভাবে হুমকি দিত সিরিয়ালের নামে টাকা নেওয়া ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন ধরে সিরিয়ালের নামে টাকা নেওয়া অবশেষে বন্ধ করলেন কেশবপুর থানার ওসি মোহাম্মদ আবু সাঈদ। এব্যাপারে ২ ডিসেম্বর (সোমবার) ওসি মোহাম্মদ আবু সাঈদ কপোতাক্ষ নিউজকে জানান, সিরিয়ালের নামে টাকা নেওয়া ১০ দিন আগে বন্ধ করে দিয়েছি। এছাড়া বলেছি, স্ট্যান্ডে বাড়তি লোক থাকার দরকার নেই। চালকেরা নিজেরাই সিরিয়াল করে নিবে।
এদিকে সিরিয়ালের নামে টাকা নেওয়া বন্ধ হওয়ায় ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। একইসাথে কেশবপুর থানার ওসি মোহাম্মদ আবু সাঈদকে যানবাহন চালকসহ সর্বসাধারণ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
কামরুজ্জামান রাজু / কামরুজ্জামান রাজু