প্রকাশিতঃ রবিবার, মার্চ ১৫, ২০২০ পঠিতঃ 378567
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ। মানুষ মারা গেছে ইতিমধ্যে প্রায় ৬ হাজার। পুরো বিশ্ব যখন বিচ্ছিন্ন, আতঙ্কিত- তখন এগিয়ে এসেছেন পাঁচ বারের ব্যালন জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালে নিজের যতগুলো হোটেল আছে, সবগুলোকে হাসপাতালে রূপান্তরিত করে করোনাভাইরাস প্রতিরোধে অবদান রাখতে চলেছেন এই ফুটবলার।
‘পেস্তানা সিআর সেভেন’ এই ব্র্যান্ড নামে পর্তুগালে রোনালদোর কয়েকটি হোটেল আছে। মূল দুটি শাখা আছে লিসবন ও ফুনচালে। করোনাভাইরাসের কারণে এখন সে হোটেলগুলোই হাসপাতালে রূপান্তরিত হচ্ছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। হাসপাতালগুলো মূলত করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের সেবা দেবে।
এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে কোনো খরচ হবে না। ফ্রি তে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছেন রোনালদো। হাসপাতালে কাজ করা সকল ডাক্তার ও অন্যান্য কর্মকর্তাদের বেতন দেবেন রোনালদো নিজেই। তবে এই ব্যাপারে রোনালদো বা রোনালদোর ক্লাব জুভেন্টাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি এখন পর্যন্ত।
এর আগে গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনার ব্যাপারে সতর্কতামূলক বার্তা দিয়েছিলেন রোনালদো। ইন্সটাগ্রামে তিনি লিখেছিলেন, ‘বিশ্ব এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে আমাদের সকলের মনোযোগী এবং যত্নবান হওয়া প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্রশাসনের নির্দেশনা মেনে আমাদের পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।’
ইসরাফিল হোসেন /