প্রকাশিতঃ শুক্রবার, আগস্ট ৭, ২০২০ পঠিতঃ 224910
আত্মহত্যার চিন্তা দূর করতে ‘স্প্রেভাটো’ নামে একটি স্প্রে-কে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওষুধ হিসেবে অনুমোদন দিয়েছে । তবে এটি সকলের জন্য অনুমোদন নয়।
জনসন অ্যান্ড জনসন এই স্প্রে তৈরি করেছে শুধু তাদের জন্য যারা বিভিন্ন অবসাদে ভোগেন এবং এই অবসাদের সমস্যা কাটাতে প্রচলিত ওষুধ কাজ করে না।
লকডাউনের এই বন্দি জীবন, নিজেকে সুস্থ রাখার জন্য সমাজ থেকে শারীরিকভাবে দূরে থাকা, ‘নিউ-নর্মাল’ বলে মেনে নিতে কষ্ট হচ্ছে বিশ্ব জুড়েই। কিন্তু কারও কারও কাছে তা অসহনীয় হয়ে উঠছে।
সব মানুষের জীবনেই কোন না কোন হতাশা রয়েছে। কেউ হতাশা কাটিয়ে উঠতে পারে আবার কেউ পারে না। মার্কিন প্রশাসনের বিশেষ চিন্তা তাদের নিয়ে, যাদের ডিপ্রেশনের গুরুতর সমস্যা রয়েছে। আমেরিকায় এর সংখ্যাটা ১.৭ কোটির কাছাকাছি। তাদের মধ্যে ১১-১২ শতাংশের আত্মহত্যার প্রবণতা রয়েছে।
সরকারি অনুমোদন পেয়ে যাওয়ায় এই ধরনের মানুষের জন্য ওষুধটি খুব শীঘ্রই বাজারে আনার পথ খুলে গেল বলে জানিয়েছে এর নির্মাতা সংস্থা। গত ২০১৯-এর মার্চের পর থেকে এ পর্যন্ত ৬০০০ মানুষের উপরে এটি পরীক্ষা করে দেখা হয়েছে।
মোঃ আলাউদ্দিন / কামরুজ্জামান রাজু