প্রকাশিতঃ মঙ্গলবার, ডিসেম্বর ১, ২০২০ পঠিতঃ 44604
শুরু হলো বাঙালির বিজয়ের মাস। সুবর্ণ বিজয়ের এই মাসে, বাঙালি নতুন করে প্রত্যয় ঘোষণা করবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার। মার্চ থেকে শুরু, ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই মাসেই অর্জন করে মহান বিজয়।
নিপীড়ন নির্যাতন-বৈষম্য। অধিকার বঞ্চিত বাঙালি। রুখে দাঁড়ালেন বঙ্গবন্ধু। তার নেতৃত্ব ঐক্যবদ্ধ পুরো জাতি। ধাপে ধাপে এগিয়ে যায় স্বাধীনতার লক্ষ্যে।
নির্বাচনে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন। ক্ষমতা হস্তান্তরে গড়িমসি পাকিস্তানি সামরিক জান্তার। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু ৭ মার্চ দিলেন স্বাধীনতার ডাক। তখনও উত্তেজনা পুরো ঢাকা জুড়ে। ১০ মার্চ থেকে ২৫ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান দফায় দফায় বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করেন। সামরিক জান্তা ইয়াহিয়া নির্বিচারে বাঙালি হত্যার হুকুম দিয়ে ঢাকা ত্যাগ করেন।
২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির ওপর চলে গণহত্যা। গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধুকে। গ্রেপ্তারের আগেই বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় বাঙালির স্বাধীনতা যুদ্ধ। ধীরে ধীরে গড়ে উঠে প্রতিরোধ। বাঙালি এগিয়ে চলে বিজয়ের পথে।
ডিসেম্বর মাসের প্রাক্কালেই বাঙালীরাও শক্তভাবে মাথা তুলে দাঁড়ায়, একে একে মুক্ত করে পাকিস্তানের ঘাঁটি, দখলে নেয় স্বপ্নের মাতৃভূমি।
১৬ ডিসেম্বর অর্জিত হয় সাত কোটি মানুষের স্বপ্নের লাল সবুজ। বাঙালির স্বপ্নের, সাধনার, অর্জনের মাস, ডিসেম্বর। এবার বাঙালি পালন করবে বিজয়ের সুবর্ণ জয়ন্তী।
মোঃ আলাউদ্দিন / মোঃ আলাউদ্দিন