প্রকাশিতঃ মঙ্গলবার, ডিসেম্বর ১, ২০২০ পঠিতঃ 30051
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর) থেকেঃ “নিজে বাঁচি, অন্যকে বাঁচাই-মাস্ক পরে করি লড়াই” এই প্রতিপাদ্যে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মাস্ক বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্ত¡রে কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় পথচারি ও যানবাহনে মাস্কবিহীন চলাচলকারী মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং হ্যান্ড মাইকের মাধ্যমে জনগণকে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সচেতন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেনের নেতৃত্বে মাস্ক বিতরণ এবং প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আরএমও ডাক্তার জাহিদুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, ডাক্তার আহসানুল মিজার রুমী, ডাক্তার প্রদীপ্ত চৌধুরী, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য সহকারি আনোয়ার হোসেন প্রমুখ।
কামরুজ্জামান রাজু / কামরুজ্জামান রাজু