প্রকাশিতঃ শুক্রবার, ডিসেম্বর ১১, ২০২০ পঠিতঃ 44982
বিজয়ের ডিসেম্বর
আব্দুস সালাম মুর্শেদী
বিজয়ের গৌরব গাঁথা হে ডিসেম্বর
তুমি তো দিয়েছো স্বাধীনতার স্বাদ
আমাদের মাতৃভূমি হয়েছে স্বাধীন,
পাকদের জুলুমে ছিলাম বাকরুদ্ধ
বাংলাকে করেছিলো তারা অবরুদ্ধ।
সাত কোটি বাঙ্গালির, ছিলো দাবি মুক্তি,
না অস্ত্র,না প্রযুক্তি,মনোবলই শক্তি;
ছিলো মাতৃভূমির প্রতি অগাধ ভক্তি।
ডিসেম্বরেই পদ্দা সেতুর শেষ স্প্যান,
নিজেরা পারি করলাম তার প্রমাণ।
বিজয় গৌরবে আছে মিশে ডিসেম্বর
বড় কর্মকেও আমরা করি না ডর।
মনোবলই যে শক্তি, অর্থই তো নয়
ডিসেম্বরে হলো দেশ সংযোগ জয়।
স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ / কামরুজ্জামান রাজু