প্রকাশিতঃ সোমবার, ডিসেম্বর ২৮, ২০২০ পঠিতঃ 91287
আলাউদ্দিন হোসেন,কপোতাক্ষ ডেস্ক:অর্থের অভাবে সঠিক চিকিৎসা না পাওয়ায় কেশবপুরের মেধাবী ছাত্র এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যশোরের কেশবপুর উপজেলার আলতাপুর গ্রামের মৃত মোমিন গাজীর দুই ছেলের বড় ছেলে যশোর সিটি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যায়নরত অবস্থায় মেহেদী হাসান দুইটি কিডনি নষ্ট হয়ে অসুস্থ হয়।
গত কয়েকদিন ধরে মেহেদী খুলনা গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। এমন অবস্থায় বাঁচার আকুতি জানিয়েছে মেহেদী।
মেহেদীর চিকিৎসার জন্যে এরই মধ্যে সব কিছু বিক্রি করে চিকিৎসা করিয়েছেন তার মা। বর্তমানে তার আর কিছু নেই বিক্রি করার মতো। কিন্তু মেধাবী ছাত্র মেহেদীর চিকিৎসা শেষ হয়নি। তাকে উন্নত চিকিৎসার অনেক টাকা প্রয়োজন। এতে আরো প্রায় কয়েক লাখ টাকার দরকার। তার মায়ের পক্ষে এতো টাকা খরচ করা সম্ভব নয়। এমন অবস্থায় মেহেদীর মা ও ছোট ভাই সমাজের বিত্তবানদের কাছ থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।
তাকে সাহায্য পাঠাতে পারবেন মো: আয়ুব আলী হ বিকাশ নম্বর- ০১৭০৪৭০২৭৫৬।
নিশ্চিত যোগাযোগে মেহেদী হাসানের মা-০১৮৪৫৮৪৮৭২৮।
মোঃ আলাউদ্দিন / মোঃ আলাউদ্দিন