প্রকাশিতঃ শনিবার, জানুয়ারী ৯, ২০২১ পঠিতঃ 152334
কবি পরিনা আক্তার,পুঠিয়া রাজশাহীঃ
এই মডার্ন যুগে হোয়াটস অ্যাপ, ইমু, ভাইভার, ফেসবুক বা মোবাইল নম্বরও নয়
তোমার কাঁপা কাঁপা হাতে লেখা একখানি চিঠি পেতে ইচ্ছে হয়
হোক না সেই চিঠি ভুল বানানে ভরা! তাতে কি আসে যায়!!
আমি তো জানি কথা গুলো তোমার হৃদয়ের গভীর থেকে আসা, এতে কোন ভুল নাই
আমি তোমার হৃদয়ের গভীর থেকে ভুল বানানে লেখা একখানি চিঠি চাই।
সেই চিঠি অনেক যত্নে রাখবো
বার বার, হাজার বার, লক্ষ বার সেই চিঠি পড়বো।
হোক না ভুল বানানে লেখা "ভালোবাশি " তাতে কিইবা যায় আসে!
আমি তো জানি তোমার ঐ কাঁপা কাঁপা হাতে লেখা "ভালোবাশির " মাঝে
কতোটা "ভালোবাসা" আছে!
ভুল বানানে কিইবা যায় আসে!
তোমার কাঁপা কাঁপা হাতে
ভুল বানানে একখানি চিঠি দিও গো আমার কাছে।
সোমেন মন্ডল / মোঃ আলাউদ্দিন