প্রকাশিতঃ মঙ্গলবার, জানুয়ারী ১২, ২০২১ পঠিতঃ 15498
চাকরির দাবিতে এবং শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নিয়োগ কার্যক্রম স্থগিত আদেশ বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে চাকরি প্রত্যাশী ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১১ জানুয়ারি) রাত ৯টা থেকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছে তারা। চাকরি প্রত্যাশীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ এর নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা লঙ্ঘন করে গত ১৩ ডিসেম্বর নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এতে আমাদের বিশ্ববিদ্যালয় সম্মান থেকে বঞ্চিত হচ্ছে। নিয়োগ বন্ধ থাকায় অনেকেই নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে রাবি উপাচার্য প্রফাসর এম আব্দুস সোবহান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে আজ একজন প্রতিবন্ধীকে সেকশন অফিসার পদে চাকরি দেয়া হয়। এরপরই চাকরি প্রত্যাশীরা গেটে তালা দেয়।
তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাকরি দেয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ কারণে সব নিয়োগ বন্ধ আছে। তাই সাধারণ চাকরি প্রত্যাশীরা চাকরি পাচ্ছে না। তাদের দাবি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ বাতিল করে নিয়োগ চালু করা। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে আমি চাকরি দিতে পারিনা।
এদিকে আন্দোলনরতরা জানান, তারা সারা রাত অবস্থান করে আন্দোলন করবেন।
মোঃ আলাউদ্দিন / মোঃ আলাউদ্দিন