প্রকাশিতঃ মঙ্গলবার, জানুয়ারী ১২, ২০২১ পঠিতঃ 13986
কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে মঙ্গলবার দুপুরে সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের পক্ষ থেকে পাওয়া ওই কম্বল বিতরণ করা হয়।
সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জে.বি মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মিলন মিত্রের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও কম্বল বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক মুখার্জী, জিএমসি ট্রাস্টের সাধারণ স¤পাদক বাসুদেব মন্ডল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, অনুজ তরফদার ঝন্টু প্রমুখ।
কামরুজ্জামান রাজু / কামরুজ্জামান রাজু