প্রকাশিতঃ বুধবার, জানুয়ারী ১৩, ২০২১ পঠিতঃ 16821
চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। এই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আবেদন করেছেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি শফিক হায়দার লাভলু।
আবেদনে তিনি উল্লেখ করেন, যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগ চালাচ্ছে বিবাহিত ও চাকুরিজীবীরা। শুধু তাই নয় কোনো কোনো ছাত্রনেতা আবার একাধিক বিয়েও করেছেন। গত ৬ বছর আগে অনুমোদিত হওয়া কমিটি আজ পর্যন্ত পূর্ণাঙ্গ না’হলেও সংগঠনের দায়িত্ব নিয়ে প্রবাসী এবং সংগঠনের কর্মকাণ্ডের সাথে জড়িত নেই এমন নেতাদের নিয়েই চলছে সংগঠনটি। শফিক হায়দার লাভলু নিজেই বর্তমানে উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেছেন।
তিনি আরো বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সহসভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান বিদ্যুৎও বিবাহিত। এদের কারো কারো সন্তানও রয়েছে। এ সকল নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক শফিকুজ্জামন রাজু এখন যশোর জেলা পরিষদের কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত। প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিন্স আহমেদ কুয়েত প্রবাসী।
আবেদনে তিনি এসব ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হুসাইন ও সাধারণ সম্পাদক শফিকুজ্জামান রাজু বলেন, কমিটি গঠনের সময় আমরা বিবাহিত ছিলাম না। এছাড়া যশোরের সব কটি উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে। তবে অচিরেই আমাদের সাংসদ ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সম্মেলনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করবো।
মোঃ আলাউদ্দিন / মোঃ আলাউদ্দিন