প্রকাশিতঃ বুধবার, জানুয়ারী ২০, ২০২১ পঠিতঃ 27405
কেশবপুর (যশোর) প্রতিনিধি: দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক এমএনএ সুবোধ মিত্রের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশন এবং সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ থেকে কেশবপুর শহরের বালিয়াডাঙ্গায় তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং গীতা-রামায়ণ পাঠসহ ধর্মীয় আলোচনা করা হয়।
সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে এদিন দুপুরে সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভার শুরুতেই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় উপস্থিত ব্যক্তিবর্গ দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। সংগঠনের সভাপতি জে.বি মুন্নার সভাপতিত্বে ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সুবোধ মিত্রের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তৃতা করেন কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের সুপারেনটেনডেন্ট সামসুন্নাহার রনি, সাগরদাঁড়ি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক ওয়াজেদ আলী। স্বাগত বক্তৃতা করেন সুবোধমিত্র কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মিলন মিত্র। স্মরণসভা শেষে বিভিন্ন স্থান থেকে শ্রদ্ধা জানাতে আগত ব্যক্তিবর্গ, প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য দুপুরে ভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য, অসাম্প্রদায়িক চেতনার এই গুনী মানুষ ২০০৭ সালের ২০ জানুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
কামরুজ্জামান রাজু / কামরুজ্জামান রাজু