প্রকাশিতঃ শনিবার, জানুয়ারী ৩০, ২০২১ পঠিতঃ 32697
বঙ্গ ভাষার লোক আমি বাংলায় কথা বলি
বাংলায় গান গাই আমি-
বাংলায় পথ চলি।
বাংলার পথ সহজ সোজা
হিন্দু মুসলিম যায় না বোঝা,
বাংলা আমার মায়ের ভাষা
বৌদ্ধ খ্রিষ্টান বলি।
বাংলায় কথা বলি,আমি-
বাংলায় পথ চলি।
বিশ্ব মাঝে কোন ভাষা না জুড়ায় আমার
প্রাণের তৃষা,
মা তোর আঁচল তলে আসলে আমি
সব কিছু যাই ভুলি।
বাংলায় কথা বলি,আমি-
বাংলায় পথ চলি।
কত গিরি বন রয়েছে, “মা” তোর বুকের মাঝে
ছয় ঋতুর এই দেশ কত ফুলে-ফলে সাজে,
তটিনীর বুকে দেখি ওমা-
হীরে মানিক জ্বলে!
ধরণীর বুকে অপরূপা তুমি-
সবকিছু যাই ভুলে।
স্বর্গ যেন তোরি মাঝে শেখায় মায়া বুলি,
বাংলায় কথা বলি,আমি-
বাংলায় পথ চলি।
মোঃ অলিয়ার রহমান / কামরুজ্জামান রাজু