প্রকাশিতঃ শনিবার, জানুয়ারী ৩০, ২০২১ পঠিতঃ 37044
রক্তে রাঙালো এদেশ যাঁরা তাঁদেরই স্মৃতি কথা,
ফিরে এসেছে আমাদের মাঝে তাঁদের বিয়োগ ব্যাথা।
কবির কাব্যে অমর রয়েছে যাঁদেরই আত্মদান,
সাধনা তাঁদের স্বার্থক হলো আজও চির অম্লান।
লাল গোলাপের শুভেচ্ছা যাঁদের প্রাপ্য অগ্র ভাগে,
মরণ পথের যাত্রী হয়ে লড়েছে রক্ত রাগে।
বরণ করেছে মরণ জ্বালা বুকেতে বুলেট ধরে,
রক্তিম আশায় ছুটেছে তাঁরা বাংলা ভাষার তরে।
কখনও ভয়ে হয়নি ভীত লড়েছে শত্রু সনে,
তরুণ প্রাণের আহুতী দিয়েছে মাতৃ-ভাষার টানে।
ভাষার তরে দিয়েছে তাঁরা বুকের তাজা রক্ত
ইতিহাস হয়েছে তাঁদের জন্য বুনিয়াদ হয়েছে শক্ত।
আজও একুশে লাল পলাশে ফুঁটেছে নতুন কলি,
মলয় পরশে দোলায়ে দোলায়ে খেলায় রক্ত হোলি।
রাতের গভীরে কাঁদিছে অঝোরে সন্তান হারা মাতা,
তোমাদের তরে কাঁদিছে কত কাঁদিছে ভগ্নি-ভ্রাতা।
দেশের জন্য শহীদ হয়েছে ত্যাজিয়াছে নিজ প্রাণ,
রক্ত দিয়ে লিখে গেছে যাঁরা এই বাংলার নাম।
ভুলিতে কি পারে! প্রিয়জন তাঁর স্বজন হারানো ব্যাথা;
লিখা হবে শত বিরহ কাব্য নিয়ে তোমাদের কথা।
নাম তোমাদের ইতিহাস হলো বীর শহীদের দল,
ইতিহাস পড়ে কাঁদবে লোকে ফেলবে চোখের জল।
মোঃ অলিয়ার রহমান / কামরুজ্জামান রাজু