প্রকাশিতঃ সোমবার, আগস্ট ৯, ২০২১ পঠিতঃ 473445
চাইলেও পারবো না যেতে শৈশবে ফিরে,
তাই কবিতাটি লেখা আমার শৈশব ঘিরে।
এক সাথে পথচলা, কখনও বা গাছে চড়া,
আনন্দে ডুবে থেকে কখন যে গেছে বেলা।
কখনও মজার চলে, কেউ বা ফেঁলেছে কেঁদে,
এই নিয়ে মা-জননী কখনও ঝগড়া করে।
একদিন,দুইদিন বেঁশি হলে তিনদিন,
বন্ধুদের না দেখে কষ্টে মোর যায় দিন।
ঝগড়া-বিভাধ ভুলে অবশেষে যায় ফিরে,
নিচু নিচু সুরে বলে বন্ধু এসেছি ফিরে।
কখনও বন্ধু মিলে একটা দোকানে গিয়ে,
হুড়োহুড়িকান্ডে মালিক ফান্দেতে।
কখনও আবার বলে টাকা নেই ফান্ডে,
টাকা ছাড়া কিছু নিলে মালিক কি মানবে?।
এরকম দিন গুলো মিস করি আমি,
কখনো স্বপ্নে এসে তারা দেয় হাসি।
জানি কখনো পারবো না যেতে শৈশবে ফিরে,
তাই কবিতাটি লিখেছি আমি শৈশব ঘিরে।
ইকরামুল হোসেন / কপোতাক্ষ এডমিন