প্রকাশিতঃ সোমবার, অক্টোবর ৪, ২০২১ পঠিতঃ 194670
জয়ের আশায় বিশ্বকাপে টিম-টাইগার বাংলাদেশ,
জয় ছিনিয়ে আনবে শিরোপা দেখবে তখন সারাদেশ।
দেশকে দিতে একটি শিরোপা ছেড়েছো তোমরা মায়ের কোল,
সকল মায়ের থাকবে দোয়া তোমাদের প্রতি চিরন্তর।
সাকিব তামিম ভয় পেও না তোমরা নও ১১জন,
১৮কোটি বাঙালী থাকবে তোমাদের পাশে সারাক্ষণ।
ভীনদেশীরা যতই করুক তোমাদের নিয়ে কটুক্তি,
খেলবে তোমরা নিজের মত অটুট রাখবে নিজ গতি।
বলবে মোদের নাই অভিমান নাইতো কোনো ক্ষোভ,
সামনে চলার শক্তি শুধু বুক ভরা সাহস।
সৃষ্টিকর্তার কাছে মোরা এই কামনা করি,
বাংলাদেশকে দিতে উপহার তোমরা আনবে বিশ্বজয়ী ট্রফি।
ইকরামুল হোসেন / কপোতাক্ষ এডমিন