প্রকাশিতঃ মঙ্গলবার, নভেম্বর ৩০, ২০২১ পঠিতঃ 202797
হয়ে গেছে নির্বাচন,
হবেনা আর ভূড়ি ভোজন।
আজ থেকে বাড়ি কারো, পড়বে না আর পায়ের চরণ।
কাজের পরেই থাকতে হবে মাথায় রেখো এই স্মরণ।
নেতার কথায় কারো তুমি করোনা ভাই ক্ষতি,
বিপদে সেই আসবে আগে করবে যার ক্ষতি।
নিজের পায়ে হাঁটতে শেখো, নিরিবিলি ভাবতে থাকো,
কারো আশায় না বসে, আপন মনে বাঁচতে শেখো।
কারো মনে আঘাত দিয়ে পাবে না তুমি সুখ,
সাথে নিয়ে থাকতে হবে হাজার বছর দুঃখ।
সরল নেতা নেই গো তেমন জগৎ ঘুড়ে দেখো,
সময় থাকতে নিজেই তুমি, নিজের কথা ভাবো।
ভোট কেনে কেউ টাকা দিয়ে, কেউবা ভালোবাসায়
নিজের ভোটটি করছো বিক্রি স্বল্প টাকার আশায়?
তোমার থেকে টাকা দিয়ে কিনবে যে ভোট,
পাশ করিলেও থাকবে মনে তোমার উপর ক্ষোভ।
মূল্যবান নিজের ভোটটি করোনা তুমি নষ্ট,
ভোটটি দিও সেই প্রার্থীকে, যে করেছে কষ্ট।
নেতার টাকার আশায় তুমি থেকো না গো বসে,
আপন জীবন যাবে তোমার দেখবে অবশেষে।
ইকরামুল হোসেন / কপোতাক্ষ এডমিন