প্রকাশিতঃ বুধবার, জানুয়ারী ১২, ২০২২ পঠিতঃ 53676
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশে কোন গৃহহারা মানুষ থাকবে না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা সে স্বপ্ন ধূলিসাৎ করতে চেয়েছিল। তবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করে চলেছেন। এখন গৃহহীনরা প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে সুখে শান্তিতে বসবাস করছেন। দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। কেশবপুরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বুধবার বিকেলে উপজেলার ইমাননগরে তৃতীয় পর্যায়ের গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার ইমাননগর, বাউশালা ও ধর্মপুর এলাকায় ২৪টি ঘর নির্মাণ করা হবে। উদ্বোধনের মধ্য দিয়ে এ উপজেলায় গৃহহীনদের জন্য ঘর নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।
কপোতাক্ষ এডমিন / কপোতাক্ষ এডমিন