প্রকাশিতঃ সোমবার, জানুয়ারী ১৭, ২০২২ পঠিতঃ 30240
ইকরামুল হোসেন, মনিরামপুর (যশোর) থেকেঃ যশোরের মনিরামপুরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রী রোজিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গত (রোববার) মনিরামপুর উপজেলার খালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোজিনা খাতুনের গলায় ফাঁস দিয়ে মৃতদেহ উদ্ধারের পর তার মুখে কীটনাশকের বিষ পাওয়া যায়। তার মৃত্যুটি কি স্বাভাবিক নাকি তাকে খুন করা হয়েছে তা এখনো উদঘাটন করা যায়নি। স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকায় রোজিনা খাতুন পাশের থানার এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক হয় পরবর্তী ছেলেটি তার স্বামীর পাঠানো টাকা আত্মসাৎ করতে থাকে। একসময় স্বামী তার সম্পর্কের কথা জানতে পারলে ফোনো তাদের ঝগড়া হয় বলে জানা যায়।
এ সম্পর্কে মনিরামপুর থানার ওসি ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, রোজিনা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ইকরামুল হোসেন / কপোতাক্ষ এডমিন