প্রকাশিতঃ সোমবার, জানুয়ারী ১৭, ২০২২ পঠিতঃ 28350
কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে ৬০ জন কৃষককে এক দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদের হলরুমে ওই প্রশিক্ষণ দেওয়া হয়। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় উপজেলার মঙ্গলকোট ও পাঁজিয়া এলাকার প্রডিউসার অর্গানাইজেশন কৃষকেরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রডিউসার অর্গানাইজেশন কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা দিপজয় বিশ্বাস ও মিলন দাস। কৃষকদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলার রাজনগর বাকাবর্শী গ্রামের কৃষক আব্দুল হামিদ।
কপোতাক্ষ এডমিন / কপোতাক্ষ এডমিন