প্রকাশিতঃ মঙ্গলবার, জানুয়ারী ১৮, ২০২২ পঠিতঃ 25893
কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে হকি প্রতিযোগিতায় গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হকি দল বিজয়ী হয়েছে। তারা গড়ভাংগা ইসলামীয়া দাখিল মাদ্রাসা হকি দলকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে। মঙ্গলবার যশোর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ওই হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা. সিদ্ধার্থ বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। অনুষ্ঠানে অন্যান্যের ভেতর উপস্থিত ছিলেন, বাংলাদেশ হকি ফেডারেশনের হকি কোচ হাসান রনি, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
কপোতাক্ষ এডমিন / কপোতাক্ষ এডমিন