প্রকাশিতঃ শনিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২২ পঠিতঃ 93933
অলিয়ার রহমান, কেশবপুর (যশোর)প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলার পাাঁজিয়ায় চারদিন ব্যাপী বই মেলার শুভ উদ্বোধন হচ্ছে ২৬ ফেব্রুয়ারী -২০২২ ইং,(শনিবার) পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার বিকেল চারটায় বই মেলা প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করবেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। ৭ নম্বর পাাঁজিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারাম্যান মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, আওয়ামী লীগ নেতা সুবোল দেবনাথ, জাপা নেতা মহির উদ্দিন বিশ্বাস, ইউপি সদস্য সিরাজুল ইসলাম,সাবেক ইউপি সদস্য শম্ভু নাথ বসু,পরেশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, আবদুল হামিদ,, আলী আব্বাস, মহিউদ্দিন আহম্মেদ।
বই মেলা উদযাপন কমিটির সভাপতি জাকির হোসেন লাল্টু ও সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয় জানান, ২৬,২৭,২৮ ফেব্রুয়ারী ও ১ মার্চ চারদিন ব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাঠে বিভিন্ন বই এর স্টল, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতি অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন থাকছে সাহিত্য কর্ম নিয়ে বিশিষ্ট কবি সাহিত্যিক ও গুণিজনদের আলোচনা ।
মোঃ অলিয়ার রহমান / মোঃ অলিয়ার রহমান