প্রকাশিতঃ রবিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২২ পঠিতঃ 86751
অলিয়ার রহমান, কেশবপুর (যশোর) :
কেশবপুরের ঐতিহ্যবাহী পাঁজিয়ায় চার দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে ওই বইমেলার উদ্বোধন করা হয়। চারদিনব্যাপী অনুষ্ঠিত এ বইমেলা শেষ হবে আগামী ১ মার্চ।
পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বইমেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, পাঁজিয়ায় সুসাহিত্যিক কবি মনোজ বসু, ধীরাজ ভট্টাচার্য্য, মানকুমারী বসু জন্মগ্রহণ করেছেন।
এ জনপদ সাহিত্য সংস্কৃতিতে অনন্য। সাহিত্যের প্রতি অনুরাগ থেকেই এক যুগের বেশি সময় ধরে পাঁজিয়ায় বইমেলা হয়ে আসছে। লেখক রিয়াজ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কথাসাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুবোল দেবনাথ এবং রাজনগর বি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু। স্বাগত বক্তব্য দেন, পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের সভাপতি জাকির হোসেন লাল্টু। শুভেচ্ছা বক্তব্য দেন, বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয়।
উদ্বোধন অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, বইপ্রেমী ও শিক্ষার্থীদের আগমন ঘটে। বইমেলার ১১টি স্টলে মুক্তিযোদ্ধা বিষয়ক বই, ছোট গল্প, কবিতা, ছড়া, উপন্যাসসহ বিভিন্ন লেখকের বই ছিল। বইমেলায় পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, দশক সাহিত্য সংসদ, দেশ সংগীত একাডেমি, মাতৃভূমি, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, বন্ধু বুক স্টল, মনোজ বসু খেলাঘর আসরসহ বিভিন্ন স্টলে ছিল বইয়ের পসরা। এছাড়া বইমেলাকে কেন্দ্র করে এসেছে নাগরদোলা। ২০০৬ সাল থেকে কেশবপুরের পাঁজিয়ায় এ বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
মোঃ অলিয়ার রহমান / মোঃ অলিয়ার রহমান