প্রকাশিতঃ শনিবার, মে ২১, ২০২২ পঠিতঃ 57078
মনে পড়ে গেলো সেই দিনের সেই হাসি মুখের কথা,
ভবদহ বন্যা কবলিত মানুষের বুকে দিয়ে গেলে ব্যথা।
তোমার মত দরদী নেতা আসবে না আর কভু ফিরে,
কৃষকের হৃদে গল্প গুলো রয়েছে আজ তোমায় ঘিরে।
আমার সনে ব্যথা দিয়ে কথা কয়েছিলে পড়ে না মনে,
কবে তুমি চলে গেলে আজ নাই তাহা একটুও স্মরণে।
কেহ ভোলে তোমায় ,আবার কেহ নাহি কখনো ভোলে,
এখন কেঁদে চাহিলে পাবে না,একদিন সবাই যাবে ভুললে। প্রধান মন্ত্রী হাসিনা দেয় ভবদহ সংস্কারের বরাদ্দ,
অর্থ লুটপাট করে নেতারা পরিবারের জন্য করে শ্রাদ্ধ।
যখন ছিলে তুমি,তখন ছিলো শুধু কৃষকের মুখে হাসি,
ভবদহ এলাকায় জলবদ্ধতায় কৃষকের গলায় যে ফাঁসি।
শুধু একটি বার ফিরে এসো! চাও মুখপানে নয়ন তুলে,
কৃষকের ঘরে ফসল নাই,তোমার মুখ দেখে যাবে ভুলে!!
ইসরাফিল হোসেন / ইসরাফিল হোসেন