প্রকাশিতঃ বুধবার, জুন ২২, ২০২২ পঠিতঃ 9639
কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদের মাদারডাঙ্গা ওয়ার্ডের মেম্বার কিশোর দেবনাথ এলাকার যুবক ও শিশুদের খেলাধুলার জন্য ৩টি ফুটবল প্রদান করেছেন। বুধবার উপজেলার পাঁজিয়া বাজারে খেলোয়াড়দের হাতে ওই ফুটবল তুলে দেওয়া হয়। ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কিশোর দেবনাথ, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হুসাইন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান বাবু, হাবিবুর রহমান প্রমুখ।
এ ব্যাপারে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার কিশোর দেবনাথ বলেন, এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে তাদেরকে ফুটবল দেওয়া হয়েছে। খেলাধুলার প্রতি তারা মনযোগী হলে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে।
কপোতাক্ষ এডমিন / কপোতাক্ষ এডমিন