প্রকাশিতঃ বুধবার, জুন ২২, ২০২২ পঠিতঃ 13230
যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য আশানুজ্জামান বাবলু ওরফে গামছা বাবলুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আশানুজ্জামান বাবলু মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে। তিনি ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, অজ্ঞাত কিছু লোক প্রথমে বাবলু মেম্বারকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। স্থানীয়রা বোমার শব্দে আতঙ্কিত হয়ে ছুটে পালিয়ে যায়। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাবলু মেম্বারকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। দ্রুত মূল আসামিকে শনাক্ত করে কঠিন শাস্তির দাবি করেন নিহত বাবলুর পরিবার।
এ বিষয়ে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, বাবলু নামে এক মেম্বারকে গলকেটে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, বাবলুর নামে হত্যা, অস্ত্র, মাদকসহ ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের আটকে অভিযান চলছে।
ইসরাফিল হোসেন / ইসরাফিল হোসেন