প্রকাশিতঃ বুধবার, জুন ২৯, ২০২২ পঠিতঃ 35343
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): কেশবপুরে অনুমোদনবিহীন ১১৭ বস্তা ভেজাল ধান বীজ জব্দ করা হয়েছে। কৃষকদের নিকট বিক্রির উদ্দেশ্যে শহরের মধুসড়কের মেসার্স এম এইচ ট্রেডার্সে ভেজাল ধান বীজ সংরক্ষণ করায় ভ্রাম্যমাণ আদালত ওই বীজ জব্দ করে প্রতিষ্ঠানের মালিক হোসেন আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের মধুসড়কের মেসার্স এম এইচ ট্রেডার্সে অভিযান চালিয়ে ৫ ও ১০ কেজি ওজনের ১১৭ বস্তা অনুমোদনবিহীন ভেজাল ধান বীজ জব্দ করা হয়। এ সময় ওই ব্যবসায়ীকে বীজ আইন ২০১৮ এর ১৭ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
উপজেলার সুজাপুর গ্রামের কৃষক বিশ্বজিৎ বলেন, বাজার থেকে অনুমোদনবিহীন ধান বীজ কিনে বপণ করায় তিনি ধান উৎপাদনে ব্যাহত হয়েছে। বস্তার উপর লেখা ধানের নাম দেখে কিনে বপণের পর ক্ষেতে অন্য জাতের ধান হয়। এতে তিনি ক্ষতিগ্রস্থ হয়েছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, ভেজাল ধান বীজ কিনলে কৃষকদের ফসল উৎপাদন থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। অনুমোদনবিহীন ধান বীজ প্যাকেট জাত করার কোন বিধান নেই। কৃষকরা যাতে প্রতারিত না হন; সে কারণে আগেভাগেই অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত ধান বীজ উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।
অপরদিকে একই দিন লাইসেন্স না থাকায় নিউ সোনালী কৃষি ভান্ডারের মালিক মফিজুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কপোতাক্ষ এডমিন / মোঃ অলিয়ার রহমান