প্রকাশিতঃ বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ পঠিতঃ 72009
অলিয়ার রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এবং বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঙ্গলকোট বাজারে করাতকল ব্যবসায়ী আব্দুস সালামকে বৈধ কাগজপত্র না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
অপর দিকে, একই দিন বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান উপজেলার চিংড়া বাজারে বীজ ব্যবসায়ী আক্তার হোসেন লিটনকে ভেজাল ধান বীজ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ২১৫ কেজি ভেজাল ধান বীজ জব্দ করা হয়েছে। একই অভিযানে চিংড়া বাজারে সার ব্যবসায়ী তহিদুজ্জামানকে নির্দ্ধারিত মূল্যে অধিক দামে সার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
মোঃ অলিয়ার রহমান / মোঃ অলিয়ার রহমান