প্রকাশিতঃ বুধবার, ডিসেম্বর ৭, ২০১৬ পঠিতঃ 187677
মহাসিন আলম(সাকিব),খুলনা প্রতিনিধিঃ- তদন্ত প্রতিবেদনে স্কুলছাত্রীর নগ্ন ছবি তুলে ব্লাকমেইল এবং ধর্ষণ চেষ্টার অভিযোগের সত্যতা মেলায় দুই বখাটের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তৌফিক এলাহী (২২) নামে এক যুবক আটক করে জেল হাজতে প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে খুলনার ফুলতলার একটি পরিত্যক্ত বাড়ি ও আবাসিক হোটেলে। ফুলতলা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও ওই ছাত্রীর বাবার অভিযোগ থেকে জানা যায়, তার কন্যা ৭ম শ্রেণির ওই শিশু ছাত্রী (১৩) কে গত শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে তাজপুর গ্রামের আ. রউফের পুত্র তৌফিক এলাহী সুকৌশলে তাকে ফুঁসলিয়ে বাজারের আবাসিক হোটেলের একটি কক্ষে নিয়ে যায়। এ সময় মোবাইল ফোনে তার আপত্তিকর ছবি ধারণ করা হয়। পরে তৌফিকের বন্ধু ও শিকির হাটের গেন্ডু মিয়ার পুত্র মেহেদী হাসান (২১) ঐ ছাত্রীকে আবারও কৌশলে তাজপুর গ্রামের একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে মোবাইল ফোনে তার আপত্তিকর ছবি ধারণ ও ধর্ষণ প্রচেষ্টা চালানো হয়। ধারণকৃত আপত্তিকর ছবির মেমোরী কার্ড ফেরত নিতে হলে মেহেদী হাসানকে ২০ হাজার টাকা দিতে হবে বলে শর্ত দেয়। শর্তে সম্মত হয়ে ঐ ছাত্রী বাড়িতে ফিরে তার পরিবারকে জানায়। বিষয়টি জানতে পেরে রেজোয়ান রাজা ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তীকে বিষয়টি অবহিত করেন। অধ্যক্ষ তাৎক্ষনিকভাবে শিক্ষক খুকু কুন্ডুকে প্রধান ও নাজমা সুলতানা এবং সেলিনা খাতুনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করেন। কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা মেলায় রেজোয়ান রাজা তৌফিক এলাহী ও মেহেদী হাসানকে আসামী করে ফুলতলা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান এজাহারভুক্ত আসামী তৌফিককে আটক করে গতকাল জেল হাজতে প্রেরণ করেন।
মোঃ মেহেদী হাসান /