প্রকাশিতঃ বুধবার, মার্চ ১৫, ২০১৭ পঠিতঃ 9802296
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপালরায় কাকিনা হাট সংলগ্ন এলাকায় সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে সপ্তম শ্রেণির পড়ুয়া ছাত্র মোকছেদুল ইসলাম সিয়াম (১৩) নামে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুর ২ টার দিকে।
আহত মোকছেদুল ইসলাম সিয়াম (১৩), সে স্থানীয় চুন্নু মিয়ার ছেলে বলে জানা যায়। আহতের পরিবার সূত্রে জানা যায়, আইস্ক্রিম খাওয়ার জন্য বাড়ির সুপারি গাছে উঠে। গাছটি বৃষ্টির পানিতে ভিজা থাকায় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। ঘটনাস্থলে থাকা লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।
মোঃ মেহেদী হাসান /